শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিকমার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাংলাদেশ ডেস্ক: ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত একটি ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করা হয়েছে।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র খবরে দুই মার্কিন ঘাঁটিতে হামলার কথা বলা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও দুই ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আল-আসাদ ঘাঁটিতে হামলা পর্যালোচনা করা হচ্ছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের নারী মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবগত আছি।

প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন ও পরামর্শ দিচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments