শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকজামিয়ার লাইব্রেরিতে ‘পুলিশি তাণ্ডব’, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জামিয়ার লাইব্রেরিতে ‘পুলিশি তাণ্ডব’, সিসিটিভি ফুটেজ ভাইরাল

বাংলাদেশ ডেস্ক: দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের তাণ্ডবের একটি সিসিটিভি ফুটেজ অবশেষে প্রকাশ্যে এসেছে। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের জেরে গত বছরের ১৫ ডিসেম্বর ওই লাইব্রেরিতে হামলা চালিয়েছিল পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ, এনডিটিভিসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার জামিয়া কো-অর্ডিনেশন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি প্রকাশ করে। এই কমিটি পরিচালনা করেন প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।

ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে পুলিশ। ওইদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করার সময় শিক্ষার্থীদের ওপরে চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে।

৪৯ সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে রয়েছেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে প্রবেশ করে পুলিশ। তাদের দেখেই এক ব্যক্তি একটা ডেস্কের আড়ালে লুকানোর চেষ্টা করে। এ সময় আরও একজনকে পালাতে দেখা যায়। পুলিশকে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারতে দেখা যাচ্ছে ভিডিওটিতে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সিএএ-এনআরসি বিরোধিতায় বিক্ষোভ-মিছিল করে জামিয়ার শিক্ষার্থীরা। সে সময় বেশি কিছু জায়গায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। বাস পোড়ানো হয়। হিংসা নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে দিল্লি পুলিশ।

ওই সময় বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয়। পুলিশ ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে। ওল্ড রিডিং হলে দুষ্কৃতিরা ঢুকে পড়েছে এই সন্দেহে পুলিশও ঢুকে পড়ে। সে সময় লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

জামিয়ায় ‘পুলিশি তাণ্ডবে’ গুরুতর জখম হন বেশ কিছু শিক্ষার্থী। এ সময় একজনের চোখে গুরুতর চোট লাগে। জামিয়াকে কেন্দ্র করে এরপরে প্রতিবাদ আরও জোরালো হয়। জামিয়ার ৭ নম্বর গেটের সামনে দিনভর বিক্ষোভ-প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে জামিয়ার সামনেই তৈরি হয় শাহিনবাগের মতো বড় প্রতিবাদ মঞ্চ। যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments