বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeআন্তর্জাতিকবিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩৮ লাখ ৪৫ হাজার, মৃত্যু ২ লাখ ৬৯ হাজার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩৮ লাখ ৪৫ হাজার, মৃত্যু ২ লাখ ৬৯ হাজার

বাংলাদেশ প্রতিবেদক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৬৭ জন।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৮৪ হাজার ৭৪১ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, সবচেয়ে আক্রান্ত এবং মৃত্যু বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১২ লাখ ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৫ হাজার ৬৬২ জন।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ২ লাখ ২১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যুর দিকে দিয়ে স্পেন চতুর্থ। দেশটিতে ২৬ হাজার মানুষ করোনায় মারা গেছেন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ইতালিতে ২ লাখ ১৫ হাজার এবং মৃত্যুর সংখ্যাতেও তৃতীয় ইতালি। দেশটিতে ২৯ হাজার ৯৫৮ জন করোনায় মারা গেছেন।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে, ২ লাখ ৭ হাজার ৯০০ জন সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্যে। দেশটিতে ৩০ হাজার ৬৮৯ জন করোনায় মারা গেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments