শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৩১৬৩

ভারতে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৩১৬৩

বাংলাদেশ ডেস্ক : ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ।

দ্য হিন্দুর আজ মঙ্গলবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪৫ জন। মারা গেছেন ৩ হাজার ১৫৮ জন।

বর্তমানে ৫৮ হাজার ৩৬০ জন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২১৭ জন যা আক্রান্তের ৩৮ দশমিক ২৯ শতাংশ।

গত ১১ মে থেকে ভারতে গড়ে প্রতিদিন ৪ হাজার ৭৭ জন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। আর মারা যাচ্ছেন প্রতিদিন ১১৫ জন করে।

আক্রান্তের হিসাবে শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। এই রাজ্যে ৩৫ হাজার ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ২৪৯ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে আছে তামিলনাডু। এই রাজ্যে ১১ হাজার ৭৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৮১ জন।

তৃতীয় স্থানে থাকা গুজরাটে ১১ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে তামিলনাডুর চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই রাজ্যে মৃত্যুর হার অনেক বেশি। গুজরাটে করোনায় মারা গেছেন ৬৯৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কেবল গত দু’দিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি। ৪৮ ঘণ্টার হিসাবে এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments