বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে মৃত্যু ৯০ হাজার, আক্রান্ত ১৫ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৯০ হাজার, আক্রান্ত ১৫ লাখ ছাড়াল

বাংলাদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৭৫৯ জনের প্রাণহানি হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে। আর নতুন আক্রান্ত নিয়ে কোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ!

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টায়) যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৭৫৯ জনের। টানা দুই দিন প্রাণঘাতী এই ভাইরাসে হাজারের নিচে মৃত্যু দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। রবিবার মৃত্যু হয়েছিল ৮২০ জনের।

সাত’শ ছাড়ানো মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯০ হাজার ৩০৯ জন, যা বিশ্বের মোট মৃত্যুর এক-তৃতীয়াংশের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে তো বাড়ছেই। নতুন আক্রান্ত প্রায় ২০ হাজার। তাতে মোট আক্রান্ত ১৫ লাখ ছাড়িয়ে গেছে, যা বিশ্বের আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ!

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৮ লাখ! এর মধ্যে সুস্থ হয়েছে ১৭ লাখ ৮৬ হাজার।

মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য ৩৪ হাজার ৫০০ ছাড়িয়েছে; আক্রান্তের তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি, আড়াই লাখ ছুঁই ছুঁই।

আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে রাশিয়া ২ লাখ ৯০ হাজার। এই তালিকায় তৃতীয়স্থানে আছে ব্রাজিল, ২ লাখ ৫৫ হাজার। মৃত্যুর তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি, ১৬ হাজার ৮০০।

ইতালি ৩২ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে আছে ইতালি। আক্রান্তে ষষ্ঠস্থানে আছে দেশটি ২ লাখ ২৫ হাজার।

মৃত্যুতে চতুর্থস্থানে ফ্রান্স ২৮ হাজার ২০০ ছাড়িয়েছে; আক্রান্তে সপ্তমস্থানে আছে দেশটি, ১ লাখ ৮০ হাজার।

করোনাভাইরাসের প্রকোপ কমে আসা স্পেন মৃত্যুর তালিকায় আছে পঞ্চমস্থানে, ২৭ হাজার ৭০০ ছাড়িয়েছে। এক সময় আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে থাকা দেশটির বর্তমানে নেমে এসেছে পাঁচে, ২ লাখ ৩১ হাজার।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৬ জন।

সোমবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ২৩ হাজার ৮৭০ জন, মৃত্যু ৩৪৯ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments