কানাডায় পরিবারের ৪ সদস্যকে গুলি করে এক ব্যক্তির আত্মহত্যা

বাংলাদেশ ডেস্ক: কানাডার ওন্টারিও শহরে বন্দুকধারী এক ব্যক্তি তার এক আত্মীয়র পরিবারের ৪ সদস্যকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার ভোরে একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। খবর সিবিসির।

তদন্তকারীরা বলছেন, তারা এ ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন। জর্জ টুডো নামে পুলিশের এক কর্মকর্তা জানান, গোলাগুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দু জনের বয়স ১৮ বৎসরের কম।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়িতে ৫০ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেছে।

Previous articleমসজিদে বিস্ফোরণ তদন্তে ৩ কমিটি
Next articleবিএনপি গণতন্ত্রের জন্য হুমকি: তথ্যমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।