শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ১৮

ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ১৮

বাংলাদেশ ডেস্ক: ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় সময় রোববার (২৭ ডিসেম্বর) নেমেলে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির এক কর্মকর্তা আল-জাজিরাকে জানায়, ৭০ আসনের বাসটি ফৌম্বান শহর থেকে রাজধানী ইয়াওনডে দিকে যাচ্ছিল। গভীর রাতে সেখানকার ভিড় এড়াতে গেলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা বাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে অনেকের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে মারা যান বেশ কয়েকজন।

বেশিরভাগ যাত্রী তাদের পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপন করতে বাড়ি যাচ্ছিলেন। অনেকে প্রিয়জনদের জন্য নানা উপহার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছিল বলে জানান ওই কর্মকর্তা।

দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ক্যামেরুন সরকার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments