বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিকমিয়ানমারে সামরিক সরকারের নিপীড়নে ৫০০ ছাড়াল মৃতের সংখ্যা

মিয়ানমারে সামরিক সরকারের নিপীড়নে ৫০০ ছাড়াল মৃতের সংখ্যা

বাংলাদেশ ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখলে পর থেকে এ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

এদিকে বার্তা সংস্থাএএপিপির জানায়, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকারের ক্ষমতা দখলের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে গত দুই মাসে কমপক্ষে ৫১০ জনের নিহত হয়েছে। এর মধ্যে শনিবারই সব মিলিয়ে ১৪১ জন নিহত হয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন জানায়, সোমবারও বিক্ষোভে দমন-পীড়নে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন মিয়ানমারের ইয়াংগনের দাক্ষিণ দাগন এলাকায়।

এদিকে সোমবার রাতে প্রদীপ জ্বেলে নিহতদের স্মরণ করেছে গণতন্ত্রকামী আন্দোলনকারীরা ।মঙ্গলবার তারা শুরু করেছে নতুন কর্মসূচি- ‘গার্বেজ স্ট্রাইক’। এ কর্মসূচিতে নাগরিকদের ঘরের আবর্জনা রাস্তার মোড়ে ছুড়ে ফেলে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments