শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকতিন দিনে তৃতীয় প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান

তিন দিনে তৃতীয় প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান

বাংলাদেশ ডেস্ক: তিন দিনে তৃতীয় প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। সর্বশেষ উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর দখলে নিয়েছে তারা।

রবিবার এক বিজ্ঞপ্তিতে তালেবান জানিয়েছে, তারা শহরের পুলিশ সদরদপ্তর, গভর্নর ভবন এবং কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে।

তালেবান যোদ্ধারা প্রাদেশিক রাজধানীতে অবস্থান নিয়েছে বলে আল-জাজিরাকে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র এবং সেখানকার সাংবাদিকরা।

তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে, কুন্দুজ শহর তালেবানমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নেয় তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার জাওঝান প্রদেশের শেবেরগান শহরটির নিয়ন্ত্রণ নেয় তারা।

আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments