বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeআন্তর্জাতিকসরকারি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবানের বিবৃতি

সরকারি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবানের বিবৃতি

বাংলাদেশ ডেস্ক: আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেছে তালেবান।এরপর থেকে দেশটির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীরা যাচ্ছেন না। এ ছাড়া থানাগুলো থেকে পালিয়েছে পুলিশ।

এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরাতে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। এ ছাড়া তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তারা।

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে তালেবান একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘আপনাদের উচিত, পূর্ণ বিশ্বাস নিয়ে নিয়মিত জীবনে ফিরে আসা।’

এর আগে রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তালেবানের সশস্ত্র সদস্যরা কাবুলে ঢোকার আগেই দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। এ ছাড়া তালেবান পুরো শহরের নিয়ন্ত্রণ নিলে সেখানকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করে। আবার অনেকে দেশ ছাড়তে সীমান্তে ও বিমানবন্দরে অবস্থান নেয়।

এরই মধ্যে মার্কিন বিমানে তাহাহুড়ো করে উঠতে গিয়ে পাঁচজন মারা গেছেন। যদিও কাবুলের বিমানবন্দর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে। কিন্তু উদ্বেগ-উৎকণ্ঠা কমছে মার্কিনিদের সাহায্য করা আফগানদের। বিমানবন্দর থেকে তাড়াহুড়ো করে মার্কিন বিমানে অনেকে উঠতে না পেরে কেউ কেউ বিমানের চাকায় কক্ষে আশ্রয় নিয়েছেন। তবে মাঝ আকাশ থেকে নিহতদের লাশ পড়তে দেখা গেছে। সূত্র: আলজাজিরা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments