শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতকে তালেবানের হুঁশিয়ারি

ভারতকে তালেবানের হুঁশিয়ারি

বাংলাদেশ ডেস্ক: আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করা পর প্রথমবার ভারতের সাথে যোগাযোগ করেছিল তালেবান। দু’দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর দাবি জানিয়েছিল তারা। তবে এবার ভারতকে চরম হুঁশিয়ারি দিল তালেবান।

তালেবান স্পষ্টভাবে বার্তা দিয়েছে, ভারত যদি আফগানিস্তানে কোনো ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর।
তালেবানের মুখপাত্র মুহাম্মদ সুহেল শাহিন জানায়, ‘ভারত আফগানস্তানে যদি সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, এর ফল ওদের জন্যই ভাল হবে না। আফগানস্তানে অন্য দেশের সেনা থাকলে কী হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে।’ আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ গতি পাবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মুহাম্মদ সুহেল শাহিন।

কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে তাদের যোগ নেই বলে দাবি করেছে তালেবান মুখপাত্র। এমনকী আফগানিস্তানে রাষ্ট্রদূতরাও সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন। আফগানদের পাশে দাঁড়িয়ে ভারত যে বছরের বছর ধরে দেশটিকে সাহায্য করে গিয়েছে, সেটারও প্রশংসা করেছে মুহাম্মদ সুহেল শাহিন। একই সাথে ভারতকে কৃতজ্ঞতাও জানিয়েছে তিনি। সূত্র: জি নিউজ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments