বাংলাদেশ ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সঙ্ঘাতের কারণে দেশটির সাগাইং অঞ্চলে ৩০ সেনা নিহত হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।
মিয়ানমারের বিদ্রোহীদের সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের সামরিক সরকারের অনুগত সেনাবাহিনী দেশটির সাগাইং অঞ্চলে একটি নির্মূল অভিযান চালায়। এরপর এ অঞ্চলে এমন সঙ্ঘাতের ঘটনা ঘটে।
মিয়ানমারের বিদ্রোহীদের সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, কমপক্ষে ৩০ সরকারি সেনাসহ মিয়ানমারের এক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
সূত্র : এএনআই