বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়ঢাকাবাসীর দুর্ভোগ বাড়িয়েছে সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম: তাপস

ঢাকাবাসীর দুর্ভোগ বাড়িয়েছে সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম: তাপস

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকাকে পুঁজি করে বিভিন্ন সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম ঢাকাবাসীর দুর্ভোগ বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মেয়র তাপস বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশের জায়গা ব্যাপকভাবে জলাবদ্ধ হয়ে থাকে। গত বছর এসব জায়গায় জলাবদ্ধতা হয়েছিল। সেজন্য আমরা কাজ শুরু করেছি। জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে কার্যক্রম শুরু করেছি। বড় বড় নর্দমার সংযোগের কাজ শুরু করেছি। এভাবে আমাদের ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশাবাদী জলাবদ্ধতা সম্পূর্ণভাবে নিরসন হবে।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের বিভিন্ন মার্কেট বেদখল হয়ে আছে। দুর্বৃত্তরা আমাদের মার্কেটগুলো দখল করে রেখেছে। মতিঝিল এজিবি কলোনি মার্কেট বেদখলে ছিল। মামলা মোকদ্দমা করে মার্কেটের দোকানগুলো তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। আমরা মার্কেটগুলো পরিপূর্ণভাবে দখলমুক্ত করতে কাজ করছি।

এ সময় দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments