খারকিভে ধ্বংস হওয়া রুশ সাঁজোয়া যান, পাশে এক রুশ সৈন্যের লাশ - ছবি : এএফপি

বাংলাদেশ ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সৈন্যদের হাত থেকে ছিনিয়ে নেয়ার দাবি করেছেন স্থানীয় গর্ভনর।

রোববার যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় এই কথা জানান খারকিভের আঞ্চলিক গর্ভনর ওলেহ সিনেইহুবভ।

তিনি বলেন, ‘সামরিক বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী কাজ করছে এবং শহর থেকে শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে।’

এর আগে রোববার ভোরে রুশ সৈন্যরা খারকিভে প্রবেশ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে খারকিভে ইউক্রেনীয় সৈন্যদের সাথে রুশ সৈন্যদের সংঘর্ষের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনে তিন শিশুসহ অন্তত ১৯৮ জন নিহত হয়েছে।

অপরদিকে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী রোববার জানিয়েছেন, ইউক্রেনের সৈন্যরা প্রায় চার হাজার তিন শ’ রুশ সৈন্যকে হত্যা করেছে।

সূত্র : বিবিসি

Previous articleরুশ আগ্রাসনে দেশ ছেড়েছে ২ লাখ ইউক্রেনীয়
Next articleস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কাজে অসামঞ্জস্য, সংসদীয় কমিটির অসন্তোষ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।