বাংলাদেশ ডেস্ক: ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে গত সপ্তাহের একটি টাওয়ার ব্লক ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
খবর এএফপি’র।

ইরানের আবাদান নগরীতে একটি ব্যস্ত রাস্তার পাশে নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট মেট্রোপল ভবনের বিশাল অংশ গত ২৩ মে ধসে পড়ে। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ঘটা ভয়াবহ দুর্যোগগুলোর অন্যতম।

নগরীর গভর্নর এহসান আব্বাসপৌরের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, আজ সকালে আরেকজনের লাশ উদ্ধার করায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

Previous articleচালের অবৈধ মজুদ ঠেকাতে আজ থেকেই মাঠে খাদ্য মন্ত্রণালয়
Next articleমুক্তিযুদ্ধে জিয়ার অবদানের কথা বললেই আওয়ামী লীগ নেতাদের মন খারাপ হয়: রিজভী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।