শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিকপদত্যাগ করছেন জনসন

পদত্যাগ করছেন জনসন

বাংলাদেশ ডেস্ক: অবশেষে পদত্যাগ করতে রাজি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের মন্ত্রী ও এমপিদের সমর্থন হারিয়ে তিনি রক্ষণশীল দলের নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

বিবিসির পলিটিক্যাল এডিটর ক্রিস ম্যাসন বলেন, ‘বরিস জনসন আজ রক্ষণশীল দলের নেতার পদ থেকে পদত্যাগ করছেন।’

তিনি বলেন, চলতি গ্রীষ্মেই রক্ষণশীল নেতৃত্ব পদে নির্বাচন হবে এবং অক্টোবরে দলের সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। তত দিন পর্যন্ত জনসনই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

উল্লেখ্য, একের পর এক পদত্যাগের মধ্যেই জনসন দায়িত্ব না ছাড়ার ব্যাপারে সংকল্প ব্যক্ত করেছিলেন। কিন্তু অবশেষে নিয়তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন।

৫৮ বছর বয়স্ক জনসন ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments