শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিক৮৭ দিন অনশনের পর মারা গেলেন ফিলিস্তিনি বন্দী আদনান

৮৭ দিন অনশনের পর মারা গেলেন ফিলিস্তিনি বন্দী আদনান

বাংলাদেশ প্রতিবেদক: ইসরাইলি সহিংতার বিরুদ্ধে টানা ৮৭ দিনের অনশনের পর মার গেছেন ৪৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনান।

ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে খাদের আদনানকে কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর প্রচার করে।

কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই ফিলিস্তিনি বন্দীদের আটক রাখাসহ নানা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি প্রায় তিন মাস ধরে অনশন করছিলেন তিনি।

অনশনরত এই বন্দীর মুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও ইসরাইলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা খাদের আদনান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ’র সদস্য ছিলেন। এ কারণে এর আগেও অন্তত ১১ বার গ্রেফতার হয়েছেন তিনি।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, এবারও বিনা অভিযোগে তাকে আটক করে দখলদার ইসরাইল। এর প্রতিবাদ জানিয়ে টানা ৮৭ দিন খাদ্য গ্রহণে বিরত ছিলেন তিনি।

খাদের আদনানের সংগঠন ইসলামি জিহাদ বলেছে, আদনানের মৃত্যুর দায় পুরোপুরি ইসরাইলের।

ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে। খাদের আদনানের মতো মানুষেরা আছে বলেই আজও ফিলিস্তিনিদের স্বপ্ন বেঁচে আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments