বাংলাদেশ ডেস্ক: কানাডার মনিটোবা প্রদেশে একটি সেমি-ট্রেইলার ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন প্রবীণ ব্যক্তি।
পুলিশ জানায়, কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় উভয় গাড়ির চালকরা মারাত্মকভাবে আহত হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে বলেন, স্থানীয় সময় দুপুরে আমি একটি গাড়ি জ্বলতে দেখেছি।
তিনি বলেন, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা আমি জীবনেও দেখিনি।
তিনি বলেন, উদ্ধারকাজের জন্য ২০টি পুলিশের গাড়ি ও আটটি অ্যাম্বুলেন্স রয়েছে।