বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
Homeআন্তর্জাতিকডেনিশ কূটনীতিককে তলব করেছে সৌদি সরকার

ডেনিশ কূটনীতিককে তলব করেছে সৌদি সরকার

বাংলাদেশ প্রতিবেদক: কোপেনহেগেনের চরম ডানপন্থী গ্রুপের সদস্যদের পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ জানাতে সৌদি সরকার ডেনিশ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে।

শুক্রবার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপির।

সরকারি ‘সৌদি প্রেস এজেন্সি’ জানায়, বৃহস্পতিবার ডেনিশ চার্জ দ্যা ’অ্যাফেয়ার্সের সাথে বৈঠকের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই লজ্জাজনক কাজ বন্ধ করার আহ্বান জানিয়ে তাকে একটি প্রতিবাদপত্র প্রদান করে।

এ সমস্ত কাজ ধর্মীয় শিক্ষা এবং আন্তজার্তিক আইন ও নিয়মের লঙ্ঘন যা বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াতে ইন্ধন যোগাতে পারে।

একেবারে কট্টরপন্থী এ গ্রুপ সোমবার একটি ভিডিও ফুটেজ পোস্ট করে। এতে এক ব্যক্তিকে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কোরআনকে পুড়িয়ে দিতে দেখা যাচ্ছে।

আর এটি ছিল মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টির সর্বশেষ ঘটনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments