আবুল কালাম আজাদ: টাঙ্গাইলে এসএসসিতে এবার ১ম স্থান অর্জন করেছে পুলিশ লাইনস্ধসঢ়; আদর্শ উচ্চ বিদ্যালয়। শুক্রবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩৬৬ জন অংশগ্রহন করে। পাশ করেছে ৩৬৫ জন। মানসিক সমস্যার কারণে ১জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, ১জন অকৃতকার্য হয়।
ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ২৯০ জন, এ গ্রেড পেয়েছে ৭৫ জন, মোট পাশের হার ৯৯.৭৩ জেলা পুলিশের তত্ত্বাবধানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে যুগোপযোগী শিক্ষা বিস্তারে অবদান রেখে এগিয়ে চলছে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়। । টাঙ্গাইল জেলায় স্কুলটি প্রথম স্থান অর্জন করেছে।
টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সকলের উদ্দেশ্যে বলেন আজকের এই ফলাফলে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন এর দাবিদার শুধু শিক্ষার্থী নয়। শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ সহ যারা এ সফলতার পিছনে কাজ করেছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। শেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মিষ্টিমুখ করান। ওই সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীসহ উপস্থিত সকলেই আনন্দ উল্লাস প্রকাশ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।