শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Homeআন্তর্জাতিকইসরাইলে ২ ফিলিস্তিনি ভাইকে গুলি করে হত্যা

ইসরাইলে ২ ফিলিস্তিনি ভাইকে গুলি করে হত্যা

বাংলাদেশ ডেস্ক: ইসরাইলে দুই ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত দুজন সম্পর্কে ভাই। স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তর গ্যালিল অঞ্চলের আরব শহরের আবু স্নানের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইয়াহিয়া (২৮) ও তার ছোট ভাই ওমর সাদি (২৩)। তারা পাশের জাদেদি-মাকর গ্রামের বাসিন্দা।

ইসরাইলের জাতীয় জরুরি চিকিৎসা পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) প্রাথমিক মূল্যায়নের ওপর ভিত্তি করে, এটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড।

ম্যাগেন ডেভিড অ্যাডমের জরুরি চিকিৎসক আমিন সুয়েদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশের জলপাই বাগানে একটি গাড়িতে দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। আমরা পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।’

ইসরাইল পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অনুসন্ধানে সহায়তা করার জন্য ড্রোন ব্যবহার করছে।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments