মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeআন্তর্জাতিকবিশ্বব্যাপী নাগরিকদের জন্য সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বিশ্বব্যাপী নাগরিকদের জন্য সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইসরাইল-হামাস যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যত্র ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক ও বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় সম্ভাব্য হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ডের আশঙ্কায় এই নির্দেশ দেয়া হয়েছে।

তবে পররাষ্ট্র দফতরের এ নির্দেশের ব্যাপারে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র দফতর লেবাননে মার্কিন নাগরিকদের ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল। পররাষ্ট্র দফতর মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে, যারা ইসরাইল,পশ্চিম তীর, গাজা এবং লেবানন ছেড়ে যাওয়ার জন্য সাহায্য চেয়েছে তাদের একটি নির্ধারিত ফর্ম পূরণ করে পররাষ্ট্র দফতরে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments