রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeআন্তর্জাতিকগাজায় জাতিসঙ্ঘের চেতনা মারা গেছে : এরদোগান

গাজায় জাতিসঙ্ঘের চেতনা মারা গেছে : এরদোগান

বাংলাদেশ ডেস্ক: গাজায় জাতিসঙ্ঘের চেতনা মারা গেছে বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। তিনি বলেন, জাতিসঙ্ঘ তার নিজস্ব কর্মীদেরই রক্ষা করতে পারে না। তবে অভিনয় করার জন্য আপনি কিসের অপেক্ষা করছেন। আমলে গাজায় জাতিসঙ্ঘের চেতনাই মারা গেছে।

বুধবার (২৯ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান বলেন, নিরবতা পালনের মাধ্যমে ইসরাইলের ভ্যাম্পাইরিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত তো এখন রক্তেই রঞ্জিত।

যদি জাতিসঙ্ঘ ২১ শতকের এই গণহত্যা বন্ধ না করতে পারে, তবে এই সঙ্ঘবদ্ধতার কী লাভ, বলেও তিনি পশ্চিমা সরকার ও তার মিত্রদের কাছে প্রশ্ন রাখেন।

এরদোগান যুদ্ধের সময় ইসরাইলের অন্যতম সোচ্চার সমালোচক। তিনি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেন। তিনি ইসরাইলের সাথে বাণিজ্যে বিধিনিষেধও আরোপ করেন।

সূত্র : আল জাজিরা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments