শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআইন-আদালতইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির অন্তরঙ্গ ছবি সরানোর নির্দেশ

ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির অন্তরঙ্গ ছবি সরানোর নির্দেশ

বাংলাদেশ প্রতিবেদক: ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা-ফাহমির সব অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবি দ্রুত সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে স্টাম্পফোর্ড ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবি সরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু জনস্বার্থে নিজেই রিটটি দায়ের করেন। রিটে তথ্য-প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments