বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআইন-আদালতআদালতে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি, রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

আদালতে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি, রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

সদরুল আইন: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশকে কেন্দ্র করে সারা দেশের চোখ আজ আদালতের দিকে।

বেগম জিয়া জামিন পাচ্ছেন কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গন, কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীসহ সর্বস্তরে কৌতুহল বিরাজ করছে।

অাজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বেগম জিয়ার জামিন বিষয়ে আদেশ দেবেন।

খালেদা জিয়ার জামিন আদেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকেই বন্ধ করে দেয়া হয়েছে আদালতের মূল ফটক।

আদালতপাড়ার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরো আদালত প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে ঢাকা।

এছাড়াও সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পাশাপাশি যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরানা পল্টন, প্রেসক্লাব, মৎস ভবন ও শাহবাগ এলাকায়ও সতর্ক অবস্থানে আছে পুলিশ।

বেগম জিয়ার জামিন আদেশের রায় ঘিরে গোটা রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে গত ২৮ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চে বেগম জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়।

আংশিক শুনানি শেষে ৫ ডিসেম্বর জামিন আদেশের দিন ধার্য করেন আদালত। সেইসঙ্গে বেগম জিয়ার শারীরিক অবস্থা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের মেডিকেল বোর্ডকে ৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতে আরও সময় চেয়ে মেডিকেল বোর্ড ৫ ডিসেম্বর আবেদন করলে ওইদিন আপিল বিভাগ আরও ৭ দিন পিছিয়ে ১২ ডিসেম্বর জামিন আদেশের পরবর্তী দিন ধার্য করেন।

এরইমধ্যে ৫ ডিসেম্বর বেগম জিয়ার জামিন আদেশ শুনানিতে এজলাসে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে আদালতের সব ধরনের কার্যক্রম।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান।

ওই বছরের ১৮ নভেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জামিন ও খালাস চেয়ে হাইকোটে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়ার জামিন আবেদন বাতিল করেন হাইকোর্ট।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ছাড়াও তাঁর তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের সহকারী একান্ত সচিব ও বিআইডিব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে আসামি করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments