মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeআইন-আদালতজয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন 

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন 

এস এম শফিকুল ইসলামঃ  ১৩ সেপ্টেম্বর,২৩ জয়পুরহাটে মাদকের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ করে জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রমাণিকের ছেলে মমিনুল, বিরামপুর উপজেলার চাপড়া বাজারের ওয়াকিল সরকারে ছেলে সুজন ও নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারয়নপুর গ্রামের মৃত বাবুলের ছেলে জাহাঙ্গীর আলম। আসামীরা সকলেই জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুলাই রাতে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ  মমিনুল ও সুজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২০২২ সালের ২৮ এপ্রিল পাঁচবিবি উপজেলার খাসবাড়ি এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ পৃথক দুটি ঘটনায় থানায় মামলা দায়েরের পর স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments