ওসমান গনিঃ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মোঃ নুরে আলম (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। তিনি উপজেলার বাতাঘাসী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওই ইউনিয়নের তীরচর গ্রামের আলী মিয়া বেপারীর ছেলে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মোটরসাইকেল যোগে চান্দিনা উপজেলা পরিষদ থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মাধাইয়া নাওতলা-বাখরাবাদ এলাকায় পৌঁছালে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে থাকা পিলারে সজরে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃ’ত্যু হয় । এতে গুরুতর আহত হন তাঁর পিছনে বসা আব্দুল আউয়াল নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় তার স্বজনরা।