রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeআইন-আদালতহৃদরোগ আক্রান্ত যুবদল নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা: এ নিয়ে যা বললেন হাইকোর্ট

হৃদরোগ আক্রান্ত যুবদল নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা: এ নিয়ে যা বললেন হাইকোর্ট

বাংলাদেশ প্রতিবেদক: জঙ্গি সম্পৃক্ততাসহ হিনিয়াস ক্রাইমের (জঘন্য অপরাধ) ক্ষেত্রে অপরাধী ডান্ডাবেড়ি পরানো হয় বলে জানিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টের একাধিক সিদ্ধান্ত রয়েছে বলেও জানানো হয়েছে।

যশোরে ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত এক যুবদল নেতাকে হাসপাতালে চিকিৎসার বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে এ মন্তব্য করেন আদালত।

ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতাকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আজ সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এ সময় তিনি আদালতের কাছে সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) আদেশ প্রার্থনা করেন। পরে বিষয়টি নিয়ে রিট করার পরামর্শ দেন আদালত।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, একটা স্বাধীন দেশে এভাবে চলতে পারে না। আমরা কি দেশের থার্ড ক্লাস সিটিজেন?’

তখন আদালত বলেন, ‘হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে অপরাধীকে ডান্ডাবেড়ি পরানো হয়। এ বিষয়ে হাইকোর্টের তো একাধিক সিদ্ধান্ত রয়েছে। কোন কোন ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানো যাবে, সে বিষয়ে গাইডলাইন (নির্দেশিকা) রয়েছে। আমরা এ বিষয়ে কোনো আদেশ দেব না। আপনারা চাইলে (রিট) ফাইল করে আসতে পারেন।’

আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, যশোরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার যুবদলের এক নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। পেশায় কলেজশিক্ষক ওই যুবদল নেতা কারাগারে হৃরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্বজনদের অভিযোগ, হাসপাতালের শয্যায় ডান্ডাবেড়ি পরিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাওয়ার সময়ও তার হাতকড়া খোলা হয়নি। এমনকি স্বজনদের সঙ্গে দেখাও করতে দেওয়া হয়নি।

যুবদলের ওই নেতার নাম আমিনুর রহমান। তিনি যশোর জেলা যুবদলের সহসভাপতি ও সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ কলেজের প্রভাষক।

সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডান্ডাবেড়ি পরা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

রাজনৈতিক মামলায় গ্রেপ্তার কলেজের একজন শিক্ষকের সঙ্গে দাগী আসামির মতো আচরণকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments