অভিব্যক্তি
মোঃ শাহাদাত করিম চৌঃ
জীবন মানে…………
নিম্নবিত্তদের কাছে,
প্রতিনিয়তই সংগ্রাম করে বেঁচে থাকা।
মধ্যবিত্তদের কাছে,
নিরব কান্নার অন্তরালে
মিথ্যে সুখী সুখী ভাব ধরে রাখা।
বিত্তবানদের কাছে,
বিলাসবহুল জীবনে
প্রবলরূপে মত্ত থাকা।
স্বপ্ন মানে…………..
নিম্নবিত্তদের চোখে,
দূর আকাশের চন্দ্র ছোঁয়ার মত
আকাশকুসুম কল্পনা।
মধ্যবিত্তদের আনন্দ অশ্রূর সাগর
পাড়ি দিয়ে কল্পনার ত্রিসীমানায় পৌছা।
বিত্তবানদের চোখে,
দামী গাড়ি বাড়ি আর অজস্র
জায়গা জমির মালিক হওয়া।
বাস্তবতা মানে…………
নিম্নবিত্তদের কাছে,
হাড়কাঁপানো শীতের মাঝে
ছেঁড়া কাথা মুড়ে ঠকঠক করে কাঁপা।
মধ্যবিত্তদের শুধু,
সুখী মানুষের পানে তাকিয়ে
অসহায় ভঙ্গিতে এক নিরব দীর্ঘশ্বাস ফেলা।
বিত্তবানদের কাছে,
উৎসববিহীন যেকোন দিবসে অযথাই
মার্কেটিংয়ের জোয়ার অব্যাহত রাখা।
উৎস্বর্গ- সকল নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে, যারা হাসিমুখে হাজারো কিছু নিরবে বিসর্জন দিয়ে যাচ্ছেন অবিরত।