পর হয়ে যাবো ভাবিনি
রুদ্র অয়ন
মানুষের তৈরি
চিরাচরিত নিয়মে নয়,
তোমাকে ভালবেসেছিলেম
অসীম আকাশের
অন্তহীন আয়োজনে,
মুক্ত বিহঙ্গের মতো
তোমায় পেতে চেয়েছিলেম।
অথচ ক্ষয়ে যাওয়া
কংক্রিট দিয়ে তুমি
আমার জন্যে আসন তৈরি
করেছো তোমার হৃদয়ে
এটা আমি ভাবিনি।
ভাবিনি কখনও সামান্য
ভূমিকম্পের কাঁপুনিতে
তোমার বুকের জমিন থেকে
হারিয়ে যাবো আমি!
ভাবিনি ভেঙে যাবে
আমার স্বপ্নে গড়া বসত ভিটা!