থেকো তুমি পাশে
রুদ্র অয়ন
রাতের আকাশে কত শত তারা
একটি মাত্র চাঁদ,
এক জীবনে তোমায় ভালোবেসে
মিটবে না গো সাধ!
তুমি আমার জীবন আঁধারে
আলোর এক রবি,
হৃদয়ে আমার সদায় ভাসে যে
তোমারই তো ছবি।
সুখে ও দুঃখে সারাটি জীবন
থেকো আমার পাশে,
আমার এ হৃদয় শুধুই যে গো
তোমায় ভালোবাসে।