শত খণ্ড’র উপন্যাস
আদিত্য রহমান
তুমি আমি শত খন্ড’র উপন্যাস ।
যার পাতায় পাতায় লেখা থাকবে
পৃথিবী সাজাঁনোর সহস্র গল্প।
যার একটি গল্প হবে ;
” স্বপ্নহীন মানুষের স্বপ্নদ্রষ্টা। ”
জগত প্রেমময় করার জন্য থাকবে একটি
দুর্লভ কবিতা।
যার প্রতি স্তবকে থাকবে প্রেমের মন্ত্র।
যে মন্ত্র প্রেমহীন মানুষের হৃদয়ে প্রেম জাগাবে।
অর্ধ্যমৃত আত্মাকে নব শক্তিতে বাঁচাবে
যার অতীন্দ্রিয় শক্তিতে পৃথিবীর বুকে নামবে
সুখ শান্তি সমৃদ্ধির ভারি বর্ষণ।
প্রতিটা হৃদয়ে বয়ে যাবে আনন্দধারা।
নব পৃথিবীতে চাষ হবে গোলাপ আর নার্গিস।
মিষ্টি সুবাসে স্বর্গীয় হবে বসুন্ধরা।
মানুষের মন হতে মুছে যাবে দূষিত চিন্তা।
তুমি আমি শত খণ্ড’র উপন্যাস।
যার পাতায় পাতায় লেখা থাকবে শত কবিতা।
যার একটি কবিতা হবে ;
“তোমার আমার ভালোবাসার গল্প। “