” নন্দিনী ও বিলাসী মেঘ ”
মামুনুর রশীদ
আহা বিলাসী মেঘের পাল
ঝরে যেতে চায় অবিশ্রান্ত ঝড় তুলে
বিকলাঙ্গ অসুখের খুপড়িতে আনাগোনা হেসে
আজ ঝরে যেতে চায় সমস্ত খেয়াল
আহা বিলাসী মেঘের পাল!
নন্দিনী, তুমি সমুদ্রগামী হও
আরোহনে দাও দিয়ে অবরোহনের শোধ
গর্জনে শোনো বিবশ করা নিমন্ত্রণ
আকাশে দাও উড়িয়ে সীমান্ত অসুখ,
যতটা পুষেছো বাউল নগরে, দাও খুলে বন্ধ কপাট
সেখানেই ভরাট মেঘের বসবাস, সবকটা অসুখের সুখ
সেখানেই থেমে যায় যত ধুকপুক।
নন্দিনী, এবার তুমি সমুদ্রগামীই হও
ছুঁড়ে মারো সবটুকু খাঁচাবন্দি সুখ আকাশের উন্মাতাল মেঘে
সমুদ্রে ভেসে যেতে যেতেই মনে পড়বে
তোমার তো আকাশেই বসবাস, বিলাসী মেঘের সাথে
উপকূলে জমে থাকা ছাই সরিয়ে— আগুন জ্বালবো আবার
অবশিষ্ট তাপটুকু ঢেলে— সমাসীন হবো বেলেহাজ
কিনে নেবো আজ সবকটা সকাল দুপুর
বিকেল রাত্রির সব— সমুদ্র-পাহাড়ি বুনো কারুকাজ।