চাই আলোকিত সকাল
ইভা আলমাস
রক্তিম সকালের শুভেচ্ছা
শুভ সূচনা আরেকটি দিনের।
লক্ষ্যহীন তীরন্দাজের বন্দী আমি
আলো-অক্সিজেনের অভাবে
অবসন্ন মায়ামুক্ত চিত্ত আজ
ছুটে যেতে চায় সীমার অসীমে
তোমার পদাঙ্ক অনুসরণ করে।
স্বপ্নগুলো ব্যর্থতার সিন্ধুতে নিপতিত
হালভাঙা নাবিক আমি,
জীর্ণ হালের মেরামতে
ব্যর্থ সময়ের অপচয়!
প্রতিদ্বন্দ্বী সর্বেসর্বা নির্বাসিত স্বৈরঘাটে
সাঁতরে পার হতে মন চায় বিষাদসিন্ধু
অন্তিম নিঃশ্বাসের অচলায়তন
যেতে চায় হিরন্ময় স্ফুর্তির মৃত্যুহীন বাটে
অথচ চারিদিকে ঘুটঘুটে অন্ধকার….