একটা উষ্ণ চুমুর প্রতীক্ষায়
গোলাম কবির
একটা উষ্ণ চুমুর প্রতীক্ষায় যুবকের
মিষ্টি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলো।
একটা উষ্ণ চুমুর প্রতীক্ষায় থেকে থেকে তার
তাপদগ্ধ দিনের সারাটা দুপুর কেটে গেলো!
একটা উষ্ণ চুমুর প্রতীক্ষায় থাকতে থাকতে
কখন যে কাশবনে লাজুক সন্ধ্যা নেমে এলো!
একটা উষ্ণ চুমুর প্রতীক্ষায় থেকে থেকে
যুবকের দু’চোখে অঝোর বৃষ্টি নামলো।
একটা উষ্ণ চুমুর প্রতীক্ষায় থেকে থেকে
তার প্রায় একটা নশ্বর জীবন কেটে গেলো!
একটা উষ্ণ চুমুর জন্য প্রতীক্ষায় থেকে থেকে
হয়তোবা একটা আলোকবর্ষ ও কেটে যাবে!
তবুও কী মিলবে তা ভেবে ভেবে
যুবকটা একসময় বুড়ো হয়ে গেলো!