বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসাহিত্যকবিতাআমার মা - আমিনুল ইসলাম

আমার মা – আমিনুল ইসলাম

আমার মা
– আমিনুল ইসলাম
[ মা নেই, মা আছে ]

চারপাশে অন্ধকার-অভ্যস্ত সকলে
জীবন মানেই শুধু অন্ধকারে খেলা;
অন্ধকারে রতিকাম- অন্ধকারে হেলা
দিনগুলো ভুল আর ধোঁয়ার দখলে।

গান নেই, তান নেই, বেতাল চরণ;
শিশু আর বড়দের কীসের ফারাক !
শুধু কেউ আগে কেউ পরে শোনে ডাক;
জীবনের পিঠে চড়ে হাঁকায় মরণ।

ঘন সেই অন্ধকারে তারার ঝিলিক
কখন যে দেখে নেয় ফলবৃক্ষ-চোখ;
নিজে জ্বলে তমসায় জ্বালিয়ে আলোক
চারাদের বাতলায় উদয়ের দিক।

বৃক্ষদের চোখে আজ আলোর মিছিল
জোনাকির রাত দেখে হয়নাকো ভুল;
জননী কি আঁধারেই আবেগ আকুল?
বাগানে মায়ের নামে ওঠে অন্ত্যমিল।

মা-তুমি আঁধারে তবু তোমার আলোকে
তোমাকেই দেখি সব মাইল-ফলকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments