সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeসাহিত্যকবিতা'নারী' - মহুয়া বাবর

‘নারী’ – মহুয়া বাবর

‘নারী’
— মহুয়া বাবর

ব্যস্ত নগরীর এক অপরাহ্নে হাঁটছি ফুটপাথ ধরে,
হঠাৎ করে হোঁচট খেলাম ঝরা পাতাদের আসরে।
পায়ে নয়, যেনো মনের গহীনে লেগেছে সেই হোঁচট!
ভাবছো এই পাতাদের মতো তোমারও পড়ন্ত বিকাল!
তাই বলে কি এতো সহজেই ছেড়ে দেবে হাল?

কে আর কবে তোমার যোগ্যতার মর্যাদা দিতে পেরেছে,
তাই প্রাপ্তি নয়, গ্লানির বোঝা বয়েই করতে হবে মহাসমুদ্র জয়!
ঘুনেধরা সমাজটাকে এবার বদলানোর দিন এলো,
কতোকাল শাড়ি গহনায় নিজেকে সন্তুষ্ট রাখবে বলো?

দিবসে কি আর এসে যায়,
মেঘে মেঘে বেলা যদিও যায়।
কে আর কতোটাই বদলাতে পেরেছে এই অবেলায়।
বেগম রোকেয়া, সুফিয়া কামাল হতে না পারো
মাদাম মেরি কুরি হতে না-ই পারো
কিন্তু যে ভোরের স্বপ্নে তুমি তোমাকে দেখতে
আজ তুমি সেই তুমিই তো হতে পারো।

তুমি তাজমহলের সেই মমতাজ নও,
নও তুমি লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার হাসি!
কারণ তুমি তো জাগরণে বিশ্বাসী।
সেই মহাকাল ধরে লালিত নর-নারীর বৈষম্যের হাজারো অজুহাত,
আজ তা তুমি ভেঙে চুরমার করে দাও!
গাও তুমি সাম্যের গান গাও
তুমি জাগরণের গান গাও।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments