শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়তিন প্রার্থীকে ধানের শীষ দিতে হাইকোর্টের নির্দেশ

তিন প্রার্থীকে ধানের শীষ দিতে হাইকোর্টের নির্দেশ

কাগজ প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এস এ জিন্নাহ কবিরের পরিবর্তে ওই আসনের খন্দকার আব্দুল হামিদ ডাবলু, নাটোর-১ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে কামরুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া বগুড়া ৩ আসনে আব্দুল মুহিত তালুকদারের প্রার্থিতা বাতিল করে ওই আসনে মাসুদা মমিনকে ধানের শীষ প্রতীক দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এস এ জিন্নাহ কবিরকে এবং নাটোর-১ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলকে নির্বাচন করতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মানিকগঞ্জ-১ আসনের খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউ এবং নাটোর-১ আসনের কামরুন্নাহার শিরিন হাইকোর্টে রিট দায়ের করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments