বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়ঢাবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেনি: হানিফ

ঢাবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেনি: হানিফ

কাগজ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় সহসভাপতি (ভিপি)পদে নুরুল হক নুর নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হানিফ বলেন, ‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি (নুরুল হক নুর) পদে নির্বাচিত হয়েছেন। অবাধ, সুষ্ঠু যদি না-ই হতো, তাহলে তো এই নির্বাচিত হওয়া কঠিন ছিল।’
তবে বিশ্ববিদ্যায়ের প্রশাসন কিছুটা হলেও আস্থা অজর্নে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘এই নির্বাচন আজকে অবাধ, সুষ্ঠু হয়েছিল বলেই কিন্তু আমরা যে যারা স্বতন্ত্র হিসেবে বা অন্য প্যানেলের তারা নির্বাচিত হতে পেরেছেন। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ।’
ছাত্রলীগের সভাপতি শোভন নতুন ভিপিকে বরণ করে নেওয়াই প্রমাণ করে, ছাত্রলীগ দেশ নিয়ে ভাবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির প্রসঙ্গে হানিফ বলেন, ‘যতদিন পর্যন্ত বিএনপি-জামায়াতের শিকড় থাকবে, ততদিন দেশ ঐক্যবদ্ধ হবে না।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments