শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়সিরাজগঞ্জের মানুষের কবির ভাব আছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের মানুষের কবির ভাব আছে: প্রধানমন্ত্রী

মারুফা মির্জা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারের অংশ ছিল সিরাজগঞ্জ। এখানে তার গোচার ভুমি থাকায় দেখা-শোনা করার জন্য মাঝে-মাঝে এসে থাকতেন। তার লেখার মাধ্যমে আমরা পাই। যেহেতু মহাকবির এলাকা। তাই ব্যবসা-বানিজ্য ও শিল্পের প্রসারেই শুধু সিরাজগঞ্জের মানুষ অগ্রগামী নয়, মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত এলাকার মানুষ হিসেবে সবার মাঝেই কবিতার ভাব আছে। শুধু শিল্প না কবিতাও আছে। সেজন্য আপনাদের ধন্যবাদ। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গণভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সন্তুষ্টি হয়ে একথা বলেন। এর আগে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে কবিতার ছলে বক্তব্যদান করলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তার উত্তরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান মন্ত্রী এসব কথা বলেন। এসময় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ হাবিবে মিল্লাত, বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ ইকোনোমিক জোনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার যমুনা চরা লের ১ হাজার ৪২ একর জমির অধিগ্রহণ করে নির্মাণ হচ্ছে ৩ হাজার ২শ কোটি টাকা ব্যয়ে। ২০২১ সালের মধ্যে শেষ হলেও এ বছরের মাঝামাঝিতে প্লট হস্তান্তর সম্ভব হবে এবং ইকোনোমিক জোনে প্রায় ৪শটি ছোট বড় কারখানা স্থাপন হলে ৫ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান। ইতি মধ্যেই জমির মালিক ও ক্ষতিগ্রস্থদের মাঝে চেক হস্তান্তর এবং পূনর্বাসনের কাজও শুরু হয়েছে বলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা প্রধান মন্ত্রীকে জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments