বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে কলেজ ছাত্র শুভ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

রাজাপুরে কলেজ ছাত্র শুভ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র মোঃ মেহেদী হাসান শুভ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩ মার্চ) সকাল ৯ টায় উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজ চত্বরে অত্র কলেজ শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে ঐ কলেজ শিক্ষক, শিক্ষার্থী, বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, নিহত শুভ’র স্বজনরা, স্থানীয় লোকজন অংশ গ্রহন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান, নিহত শুভর পিতা আবদুল্লাহ আল মাহবুব, কলেজ ছাত্র মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল প্রমূখ। বক্তরা তাদের বক্তাব্যে বলেন, শুভকে যারা নৃশংস হত্যা করেছে তাদের সনাক্ত করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা। নিহত শুভ ঐ কলেজের চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। উল্লেখ্য গত ২৫ মার্চ রাতে স্থানীয় নেয়ামত সহ তার বন্ধুরা শুভকে বাসা থেকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে রাতেই নৃশংস ভাবে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে বিলেরবাড়ি নামক স্থানে খোলা মাঠের মধ্যে ফেলে রেখে যায়। ২৬ মার্চ সকালে শুভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর যখম অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। তবে মৃত্যুর আগে পথিমধ্যে পুলিশ শুভর জবান বন্দী রেকর্ড করে। ওই ঘটনায় বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নিহতের পিতা মোঃ আবদুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মোট ২১ জনের নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৬ তারিখ ২৮ মার্চ। গত ২৯ মার্চ (শুক্রবার) মামলার দুই আসামি ইসরাফিল ও এনারুলকে পালিয়ে ঢাকা যাওয়ার পথে রাজবাড়ি থেকে আটক করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসীকে আতঙ্কিত করে তুলেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments