শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এসময় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন পর্যায়ে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৭৪ হাজার ১০০ টাকার চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় উপকারভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৭৪ হাজার ১০০ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৭০০ টাকা ছয় মাসের ৪ হাজার ২০০ টাকা করে মোট ১১১ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকার চেক বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ে প্রত্যেককে মাসিক ৭৫০ টাকা হারে ছয় মাসের ৪ হাজার ৫০০ টাকা করে মোট ৬৪ জনকে ২ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৮৫০ টাকা হারে ছয় মাসের ৫ হাজার ১০০ টাকা করে মোট ২৯ জনকে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও উচ্চতর মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ১ হাজার ২০০ টাকা হারে ছয় মাসের ৭ হাজার ২০০ টাকা করে মোট ১০ জনকে ৭২ হাজার টাকা প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments