বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়আজ ভয়াল ১২ নভেম্বর (১৯৭০), লক্ষ্মীপুরে নিহত হয় প্রায় ৩ লাখ মানুষ

আজ ভয়াল ১২ নভেম্বর (১৯৭০), লক্ষ্মীপুরে নিহত হয় প্রায় ৩ লাখ মানুষ

তাবারক হোসেন আজাদ: আজ ভয়াল ১২ই নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় নিহত হয় প্রায় ৩ লাখ মানুষ। ১০ ফুট উচ্চতার এই জলোচ্ছ্বাসে সেদিন স্রোতের টানে ভেসে যায় কয়েক লাখ মানুষ, গবাদি পশু ও ঘর-বাড়ী। ক্ষতিগ্রস্থ হয় হাজার হাজার একর ফসলী জমি। লন্ড ভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকার বিস্তৃর্ণ জনপদ। ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে ঘূর্ণিঝড়ের বাতাসের গতি বেগ ছিল ঘন্টায় ২শ’ ২২ কিলোমিটার। স্মরণকালের ভয়াবহ এই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় প্রাণ হারায় প্রায় তিন লাখ মানুষ। প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সব কিছু লন্ড-ভন্ড হয়ে যায়। উত্তাল ঢেউয়ের প্রবল স্রোতের টানে ভেসে যায় রামগতি উপজেলার শেখেরকিল্লা, গুচ্ছ গ্রাম, চর আবদুল্লাহ, চর জাহাঙ্গীর, কমলনগর উপজেলার সাহেবের হাট, মাতাব্বর হাট, চর জগবন্ধু, চর সামছুদ্দিন, চর কাঁকড়া, সদর উপজেলার চর মনসা, বয়ারচর ও চর রমনী মোহন এলাকার লাখ লাখ মানুষ, গবাদি পশু, হাজার হাজার একর ফসলী জমি ও বসত-বাড়ি। ৩-১০ ফুট উচ্চতার জলোচ্ছাসের কারণে কবর পর্যন্ত দেয়া যায়নি উপকূলীয় এলাকার ওই মৃত মানুষগুলোকে। সেই দিনের ভয়াবহ দুযোর্গের কথা মনে পড়লে আজো আঁতকে উঠেন উপকূলীয় এলাকার মানুষগুলো। প্রায় চার যুগেরও বেশী আগের স্মৃতি এখনো জ্বল জ্বল হয়ে আছে স্বজন হারানোদের মধ্যে। এখনও সে ভয়াল কালো রাত্রির কথা মনে পড়লে শিয়রে উঠেন উপকূলীয় এলাকার মানুষগুলো । এদিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে ১০১টি আশ্রায়ণ শেল্টার নির্মাণ করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার জনগনের জান-মাল রক্ষায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক আশ্রয়ণ শেল্টার নির্মাণ করা হবে। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে উপকূলীয়বাসীকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে বলেও জানালেন তিনি। ভয়াল ১২ নভেম্বরকে ‘জাতীয় দুর্যোগ দিবস’ ঘোষণার দাবী জানিয়েছেন উপকুলীয় এলাকাবাসী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments