বাংলাদেশ প্রতিবেদক: জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) অধীনে কোপ-২৫ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর রিয়েল মাদ্রিদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ২ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন স্পেন সফর উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।