বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeজাতীয়আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

সদরুল আইন: আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সম্মেলণ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার সকাল ১১টার পর টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহসহ বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়েরুল হাসান মোনাজাত পরিচালনা করেন।

এবার দ্বিতীয়বারের মতো বাংলায় মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণের পাশাপাশি ইমান- আমলের জন্য মেহনত ও আত্মশুদ্ধির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার ৫৫তম আয়োজনের প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নেন।

ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বৃহস্পতিবার রাত থেকেই টঙ্গীর তুরাগতীরে সমবেত হতে শুরু করেন মুসল্লিরা।

শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর তীরে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ওইদিনই ইজতেমা ময়দানে জুমার নামাজে শরীক হন লাখ লাখ মুসল্লি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments