বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়বুঝতে পারছি না ভারত কেন এটা করলো: শেখ হাসিনা

বুঝতে পারছি না ভারত কেন এটা করলো: শেখ হাসিনা

বাংলাদেশ প্রতিদেবক: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ভারত সরকারের উদ্দেশ্য কি তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বুঝতে পারছি না কেন ভারত সরকার এটা করলো। এটার প্রয়োজন ছিল না।
শেখ হাসিনা বলেন, ‘নাগরিকপঞ্জি প্রকাশের পর ভারতে পাড়ি দেওয়া কেউ বাংলাদেশে ফিরে এসেছে এমন রেকর্ড নেই। কিন্তু ভারতের মধ্যেই তাদের অনেককে সমস্যায় পড়তে হচ্ছে।’
নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সব সময়ই সিএএ এবং এনআরসিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে আসছে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘গত বছরের অক্টোবরে আমার নয়া দিল্লি সফরের সময়ও নরেন্দ্র মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।’
বাংলাদেশে ১ কোটি ৬০ লাখ হিন্দু (মোট জনসংখ্যার ১০.৭ শতাংশ) থাকার তথ্য তুলে ধরে শেখ হাসিনা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশিদের ভারতে পাড়ি দেওয়ার বিষয়টি নাকচ করেন।
গত বছরের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস হয়। এতে করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে ভারত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments