শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়ঢাকায় পোশাকশ্রমিক যেন আর না আসে, সে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পোশাকশ্রমিক যেন আর না আসে, সে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক: পোশাক কারখানা খুললেও ঢাকার বাইরে থেকে আর যেন শ্রমিক না আসে সে ব্যপারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের সময় আবার যাতে শ্রমিকরা ঢাকা না ছাড়েন সে ব্যপারেও চেষ্টা চলছে।

সাধারণ ছুটিতে চালু হওয়া তৈরি পোশাক কারখানার শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন স্থানে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব আনোয়রুল ইসলাম, আইজিপি বেনজীর আহমেদ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments