বাংলাদেশ প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে পরীক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষাতেও করোনাভাইরাস পজিটিভ হয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার এই পরীক্ষার ফল জানানো হয়।
আজ বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়। গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, এর আগে গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার কিটে করোনা পজিটিভ আসেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে আমার শরীরে হালকা জ্বর এসেছিল। শরীরটা একটু খারাপ লাগছিল। পরে আমার টেস্ট করাতে বলি। এরপর আমাদের র্যাপিড টেস্ট দিয়ে পরীক্ষা করা হয়। তখন রেজাল্ট পজিটিভ এসেছে।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘আমি পজিটিভ রেজাল্ট জানার পর থেকেই নিজ বাসায় আইশোলেশনে আছি। অন্য কারও সাথে মিশি নাই।’