শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়সৌদিকে টপকে করোনায় আক্রান্তে বিশ্বে ১৪তম বাংলাদেশ

সৌদিকে টপকে করোনায় আক্রান্তে বিশ্বে ১৪তম বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেদক: সবশেষ চব্বিশ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার মধ্য দিয়ে এই ভাইরাসে আক্রান্তের বৈশ্বিক তালিকায় সৌদি আরবকে টপকে গেছে বাংলাদেশ। এক ধাপ উন্নতি নিয়ে বর্তমান অবস্থান দাঁড়িয়েছে ১৪ তম।

করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ হাজার ৫২৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাতে সরকারি হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

তাতে সৌদি আরবকে টপকে যায় বাংলাদেশ। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, ৩ লাখ ১৬ হাজার ৬৭০ আক্রান্ত নিয়ে মধ্য প্রাচ্যের দেশটি নেমে গেছে ১৫তম স্থানে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানিতেও সৌদি আরবের ওপরে বাংলাদেশের অবস্থান, ২৯ তম। ৩ হাজার ৯২৯ জন মৃত্যু নিয়ে এই তালিকায় সৌদির অবস্থান তিরিশতম।

আর ২ হাজার ৪৩৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন। মৃত্যু ও সুস্থ বাদ দিলে দেশে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ১ লাখ ৩ হাজারের মতো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments