শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়সবার সম্পদ নিয়ে এগিয়ে আসার এখনই সময় : জাতিসংঘ মহাসচিব

সবার সম্পদ নিয়ে এগিয়ে আসার এখনই সময় : জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র প্রধানদের উদ্দেশে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, ‘আমরা যেমন ভবিষ্যৎ চাই, ঠিক যেমন জাতিসংঘ চাই, তেমনটি বাস্তবায়নে আপনাদের প্রত্যেকের শক্তি, সম্পদ ও রাজনৈতিক সদিচ্ছা ও নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে আসার এখনই সময়।’ জাতিসংঘ সদর দপ্তরে ৭৫তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের মিটিংয়ে ভার্চুয়াল অংশ নিয়ে মহাসচিব একথা বলেন।

জাতিসংঘ প্রতিষ্ঠার পর করোনা ভাইরাস মহামারির কারণে এই প্রথম ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন। অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেন। আর সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা স্ব স্ব দেশ থেকে অংশ নেন। অধিবেশনের সূচনা বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

জাতিসংঘ বহু মানুষকে আশা দেখাতে পেরেছে উল্লেখ করে গুতেরেস বলেন, ‘জাতিসংঘের আদর্শের প্রতি এবং একে অপরের প্রতি সদস্য দেশগুলোর প্রতিশ্রুতি যতটা যুথবদ্ধ, প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ ততটুকুই শক্তিশালী।’

অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে গুতেরেস বলেন, ‘আমরা যেমন ভবিষ্যৎ চাই, ঠিক যেমন জাতিসংঘ চাই, তা বাস্তবায়নে আপনাদের প্রত্যেকের শক্তি, সম্পদ ও রাজনৈতিক সদিচ্ছা ও নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে আসার এখনই সময়।’

জাতিসংঘ প্রধান বলেন, ‘আরো সমতা নির্ভর, চ্যালেঞ্জ মোকাবিলায় সামর্থ্যবান ও টেকসই বিশ্ব বিনির্মাণে বহুপক্ষীয় ঐক্য জরুরি। আর অবশ্যই জাতিসংঘকে এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments